বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের আশুরোগ মুক্তি কামানায় কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ গোলাম মোস্তফা স্বপন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সুস্থ্যতা কামনা এবং হাজীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা-কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ইব্রাহিম খলিল।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন যথাক্রমে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলম শ্রমিকদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।