হাজীগঞ্জ পৌর যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. বিল্লাল হোসেন পাটওয়ারী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সর্বস্তরের জনসাধারণের দোয়া চেয়েছেন, পরিবারের লোকজন ও তার রাজনৈতিক শুভাকাঙ্খীরা।
জানা গেছে, বুধবার রাতে নিজ বাসায় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন বিল্লাল পাটোয়ারী। এসময় তাকে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পরীক্ষা-নিরিক্ষায় তাঁর শারিরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বিল্লাল পাটোয়ারী। তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় পরিবারের লোকজন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নিক্টট আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ উপজেলার সর্বস্তররের জনসাধারণের দোয়া কামনা করেন।