পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ জোহর মরহুম পীর সাইয়্যেদ জাহান শাহ মোজাদ্দেদীর বড় সাহেবজাদা সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী আল মাদানীর নেতৃত্বে এ জশনে জুলুছ (আনন্দ মিছিল) বের করা হয়।
এদিন জশনে জুলুছটি ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদে এসে মিলিত হয়। এরপর মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য বিষয়ক পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুছ উদযাপন কমিটির আহবায়ক মাও. এইচ.এম আহসান উল্যাহ আবেদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং দোয়া-মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন, সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী আল মাদানী। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশন এবং হযরত মোহাম্মদ (সা.) প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে মিলাদ-কিয়াম করা হয়।
মাও. মো. শাহজালাল আবেদীর উপস্থাপনায় আলোচনা সভায় মাও. গাজী আব্দুর রহিম, কাঁঠালীয় দরবার শরীফের গদ্দীনশীণ পীর আল্লামা শামছুদ্দীন আহমেদ’সহ দেশের বিভিন্ন দরবার, মসজিদ ও মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী আল মাদানীর পরিবারের সদস্য, দরবারের খাদেম, আলেম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।