শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও পথসভা। চাঁদপুর-৫ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে হাজারো মানুষ এ র্যালিতে অংশ নেন। উপজেলা সদর থেকে মাজার রোড পর্যন্ত সড়কজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পতাকা মিছিল, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান বক্তা ব্যারিস্টার কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি মঞ্চ।”তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি মানুষ সুবিচার ও সম-অধিকার পাবে।”
চাঁদপুর-৫ আসনের রাজনীতির মাঠে ব্যারিস্টার কামাল উদ্দিনের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তরুণদের আশা জাগানো এই আইনজীবী বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার প্রতিশ্রুতি হলো, এই আসনের প্রতিটি মানুষ যেন নিজের ভোটাধিকার ভোগ করতে পারে, যেন ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সমানভাবে পায়।” বিএনপির আগামী পথচলা হবে জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।