চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন মৈশাঈদে ভাতিজার সম্পত্তি জোরপূর্বক দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় ভাবে প্রকাশ হওয়ার পর এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী পরিবার হাজীগঞ্জ থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরজমিনে গিয়ে জানা যায়- মৈশাঈদ মধ্য পাড়া মজুমদার বাড়ির মোস্তফা মজুমদারের নামে খতিয়ান, নামজারি,খাজনার রশিদ ও দলিল থাকা সত্বেও তার চাচা আরশাদ মজুমদার জোরপূর্বক অবৈধভাবে দালান ঘর নির্মাণ করে চলছেন।
স্থানীয়রা বলছেন-এভাবে জোরপূর্বক অন্যের জাগয়া দখল করে দালান নির্মাণ চলতে থাকলে ভবিষ্যতে আইনি জটিলতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
এবিষয়ে ভুক্তভোগী মোস্তফা মজুমদার বলেন-আমার নামে জমির সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমার চাচা আরশাদ জোর করে দালান নির্মাণ করছে। এর আগেও তাদের পুরো পরিবারের ভাড়াটিয়া লোকবল নিয়ে এসে আমার ঘরের পাশে একটি জায়গা জোরপূর্বক দখল করে।আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং এর সুস্থ্য বিচার দাবি করছি।
আরশাদ মজুমদার বলেন- আমি আমার জায়গায় আমিন দিয়ে জরিপ করে নিজ জায়গায় দালান ঘর নির্মাণ করছি। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মহিউদ্দিন ফারুক বলেন- আমি অভিযোগ গুলো পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।