হাজীগঞ্জে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জার্সি উন্মোচন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এজিম তাজুল ইসলাম পাটওয়ারীর উপস্থাপনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সদস্য এবং ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলকে নিয়ে হাজীগঞ্জ উপজেলা একাদশের জার্সি উন্মোচন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, সদস্য আকতার হোসেন দুলাল, মোহাম্মদ হাবীব উল্যাহ্, ফয়সাল হোসেন হৃদয় ও শাকিল হোসেন সুমন।
আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ মজুমদার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহাগ, সদস্য মহসিন হোসেন পলাশ, খেলোয়াড় সজীব মিজি ও রুবেল হোসেন প্রমুখ।
এসময় উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ আলী, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন মিয়াজী, প্রচার সম্পাদক ইমাম হোসেন সিন্টু, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ স্বপন’সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এজিম তাজুল ইসলাম পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ।