শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুর বাজারে বাজারের নিরাপত্তা জোরদার ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে বাজার কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঠাকুর বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজিলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি মোঃ আখতার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, তিনি তার বক্তব্যে বলেন, বাজারের সংস্কার প্রক্রিয়া ইতোমধ্যে যে কাজগুলো সম্পন্ন হয়েছে, সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি বাদ-বাকি চিহ্নিত সব সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার ও আশ্বাস দেন।নিরাপত্তা ও যানজট নিয়ে আলোচনা শেষে বাজার নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন সেট ও গলিপথ ঘুরে দেখেন এবং দোকানিদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শোনেন ও পর্যবেক্ষণ করেন।পরে তিনি, বাজারে নিরাপত্তা জোরদার করার জন্য ১৬ টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম বার, বাজার কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক গনি, সহ-সভাপতি বাবু মানিক বনিক, সহ-সভাপতি আ: জব্বার, সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন পাটোয়ারী, কোষাধ্যক্ষ মাওঃ ইকরামুল হক সহ বাজারের বিভিন্ন ট্রেডের অন্তত ২ শতাধিক ব্যবসায়ী।
সভার শুরুতে বণিক সমিতির নেতৃবৃন্দ বাজারের পুঞ্জিভূত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
এই পরিদর্শনের পর বাজারের নিরাপত্তার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান নিরাপত্তা পাবে এবং বাজারে অপরাধ প্রবণতা কমবে। এর মাধ্যমে পুরো বাজারটিই নিরাপত্তার চাদরে ঢাকা পড়ল বলে মনে করছেন অনেকে।
একই সঙ্গে, উপজেলা প্রশাসন বাজারের যানজট নিরসনেও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। যানজট মুক্ত রাখতে ব্যবসায়ীরাও এ সময় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। উপজেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে বাজারের নিরাপত্তা ও পরিবেশ উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।