শাহরাস্তি ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্ত এমপি বলেন ‘আমরা বিশ্বাস করি, মেধাবীরাই গড়বে দেশের মানব সম্পদ। তাদের হাত ধরেই এগিয়ে যাবে। দেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব মাথা উঁচু করে দাড়িয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।
সংগঠনের সভাপতি ইঞ্জিঃ সোহাগ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ ইমরান হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, গণপূর্তের ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্যাহ, উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, জনকল্যাণ ট্রেডার্সের সত্বাধিকারি মোঃ নজরুল ইসলাম, আবুল খায়ের স্টীলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ইনসি সিমেন্টের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবদুল আলীম সরকার, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিঃ মোঃ মজিবুর রহমান প্রমুখ।