মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি পৌরসভার প্রাণকেন্দ্র ঠাকুর বাজার ব্যবসায়ী কমিটির উৎসবমুখর নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ওই দিন ঘোষিত সময়ে বাজারের ২শ”৪১ জন ভোটারের মধ্যে ২ শ ২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যক্ষ ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে হাজী আঃ জাব্বার (আনারস) ১ শ’ ২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন লিটন (আম) প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ নাজির হোসেন পাটোয়ারী (বই) ১ শ’ ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুল হক পাটোয়ারী (কলম) ৮৮ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনূর আলম মিয়াজী শাহিন (মোরগ) ১ শ’ ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান (কলস) ৮৩ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুকবুল হোসেন (মোবাইল) ১ শ’ ০১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ আজিজ সর্দার (তালগাছ) ৮১ ও মোঃ জাহাঙ্গীর আলম (তালা) ৩৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ মোঃ আজাদ হোসেন (সিএনজি) ১ শ’ ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিলান মিয়া (মোটরসাইকেল) ৯২ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে সুজন পাল (টেলিভিশন) ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শেখ ফরিদ (টেবিল) ৭৬ ও সরোয়ার আলম (তলোয়ার) ৫৬ ভোট পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন (ফুটবল) ১ শ’ ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন মুশু (চশমা) ৫৫ ও আরিফ হোসেন (ক্রিকেট ব্যাট) ৪০ ভোট পেয়েছেন।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন। প্রিসাইডিং কর্মকর্তা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নেয়াজুর রহমান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পৌরসভার হিসাব সহকারী নজরুল ইসলাম।
সার্বিক সহায়তায় ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মোল্লা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম মোল্লা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন, মহসীন ভুঁইয়া, জনী দে, জুলফিকার আলী, আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।