ঢাকা 12:58 pm, Sunday, 3 August 2025

কৃষিকে যান্ত্রিকরণের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে:বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস

  • Reporter Name
  • Update Time : 11:53:02 pm, Saturday, 15 April 2023
  • 14 Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা কৃষি দফতরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ॥ প্রজেক্ট (এনএটিপি-২) এর সিআইজি দলের সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল শনিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, কৃষক নেতা নাছির উদ্দিন সরকার, কৃষি উদ্যোক্তা আতাউর রহমান সরকার, সিআইজি সভাপতি সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মুন্সি, সাহিদা সুলতানা। কোরআন তেলাওয়াত করেন আবুল বাশার খান।

অনুষ্ঠানে এমএ কুদ্দুস বলেন, দেশের বর্ধিত জনসংখ্যা খাদ্য চাহিদা পূরনের জন্য কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইজন্য কৃষি বিভাগ গ্রামাঞ্চলের কৃষকদের সংগঠিত করে কমন ইন্ট্রারেষ্ট গ্রুপ (সিআইজি) করেন। এই উপজেলার ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ১৪০টি সিআইজি গ্রুপ রয়েছে। এইসব গ্রুপগুলোকে সংগঠিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুসারে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসের মাধ্যমে প্রত্যেক সিআইজি গ্রুপকে ঐক্যবদ্ধ করে স্মার্ট কৃষিকে সমৃদ্ধ করা হবে বলে মত প্রকাশ করা হয়।

কংগ্রেস অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বরো ফসল হিট ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে ধানের ফুল নস্ট হয়ে যাবে। ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। হিট ষ্ট্রোক থেকে ফসল রক্ষার জন্য জমিতে কম করে ৩ ইঞ্চি পরিমাণ পানি সব সময় রাখতে হবে। তাছাড়া প্রতি লিটার পানিতে ৬ গ্রাম এমওপি সার, থিওভিট ৬ গ্রাম, ২ গ্রাম জিম মিশিয়ে প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। এই ভাবে ১০ লিটার পানিতে পরিমান মত উল্লিখিত উপকরন মিশ্রিত করে দুই শতক জমিতে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব পৌর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কৃষিকে যান্ত্রিকরণের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে:বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস

Update Time : 11:53:02 pm, Saturday, 15 April 2023

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উপজেলা কৃষি দফতরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ॥ প্রজেক্ট (এনএটিপি-২) এর সিআইজি দলের সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল শনিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, কৃষক নেতা নাছির উদ্দিন সরকার, কৃষি উদ্যোক্তা আতাউর রহমান সরকার, সিআইজি সভাপতি সুলতান মাহমুদ, জহিরুল ইসলাম মুন্সি, সাহিদা সুলতানা। কোরআন তেলাওয়াত করেন আবুল বাশার খান।

অনুষ্ঠানে এমএ কুদ্দুস বলেন, দেশের বর্ধিত জনসংখ্যা খাদ্য চাহিদা পূরনের জন্য কৃষি যান্ত্রিকরনের মাধ্যমে স্মার্ট কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইজন্য কৃষি বিভাগ গ্রামাঞ্চলের কৃষকদের সংগঠিত করে কমন ইন্ট্রারেষ্ট গ্রুপ (সিআইজি) করেন। এই উপজেলার ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ১৪০টি সিআইজি গ্রুপ রয়েছে। এইসব গ্রুপগুলোকে সংগঠিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুসারে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কংগ্রেসের মাধ্যমে প্রত্যেক সিআইজি গ্রুপকে ঐক্যবদ্ধ করে স্মার্ট কৃষিকে সমৃদ্ধ করা হবে বলে মত প্রকাশ করা হয়।

কংগ্রেস অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বরো ফসল হিট ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে ধানের ফুল নস্ট হয়ে যাবে। ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। হিট ষ্ট্রোক থেকে ফসল রক্ষার জন্য জমিতে কম করে ৩ ইঞ্চি পরিমাণ পানি সব সময় রাখতে হবে। তাছাড়া প্রতি লিটার পানিতে ৬ গ্রাম এমওপি সার, থিওভিট ৬ গ্রাম, ২ গ্রাম জিম মিশিয়ে প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। এই ভাবে ১০ লিটার পানিতে পরিমান মত উল্লিখিত উপকরন মিশ্রিত করে দুই শতক জমিতে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে।