নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের পুরস্কৃত করা হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ‘জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুত্থানের উপর শিক্ষাথীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মো. মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, প্রতিষ্ঠাতা মিসেস শরীফা মজিব, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুস সোবহান
অভিভাবক সদস্য কামরুজ্জামান।
শেখ মোঃ মশিউর রহমান বলেন, আজকের এই প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের অসাধারণ দক্ষতা ও জ্ঞান প্রদর্শন করেছে। তাদের এই সাফল্যে আমরা আনন্দিত এবং গর্বিত।বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের বাগ্মিতা এবং যুক্তির বিকাশ ঘটায় না, সেই সাথে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতাও অর্জন করে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে, শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় আরও বেশি করে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা উচিত, যাতে তারা নিজেদের আরও বিকশিত করতে পারে। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি করে এবং তাদের সমাজের পরিবর্তনে অংশ নিতে উৎসাহিত করে।
সকল প্রতিযোগীকে তাদের প্রচেষ্টা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান, এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য শুভকামনা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।