চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের আমোদপুর গাউছিয়া নূরানীয়া এতিমখানার নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান ও এতিমখানার সাবেক সভাপতি কাজী নুরুর রহমান বেলাল।
তার বক্তব্যে তিনি বলেন— “এ এতিমখানার দায়িত্বে থাকার সময় আমি জায়গা ভরাট ও ভবন নির্মাণ করে দিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নানা হেনস্তা করার চেষ্টা করা হয়েছিল। এমনকি পত্রিকায়ও লেখা-লেখি হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে, সব অভিযোগই মিথ্যা ছিল।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন বেপারী।
নবগঠিত কার্যকরী কমিটি, সভাপতি: মোঃ মহিউদ্দিন কাজী (মানিক)।সাধারণ সম্পাদক: মোশাররফ হোসেন (সেলিম),কোষাধ্যক্ষ: সুলতানা মাহমুদ,সহ-সাধারণ সম্পাদক: মিনহাজ ভুঁইয়া (সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি), কার্যনির্বাহী সদস্য: সৌরভ হোসেন জিসান, এনায়েত উল্যাহ্।সহ-সভাপতি: মিজানুর রহমান, নূরে আলম ছিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোঃ স্বপন ভুঁইয়া, মোস্তফা সদার, মোঃ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, স্বচ্ছতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে এতিমখানার উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।