হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদে ১২ জন সংবাদকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে শনিবার (৩০ আগস্ট) বিকালে অনুষ্ঠিত কার্যকরী সভায় প্রাথমিক সদস্য সরূপ পর্যবেক্ষক সদস্য পদে অন্তর্ভুক্তিকরণপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।
সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজন দাস।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম ও মহিউদ্দিন আল আজাদ, পর্যবেক্ষক সদস্যদের মধ্যে হোসেন বেপারী, জাহিদ হাসান ও রিয়াজ শাওন প্রমুখ।
সভায় সহ-সভাপতি কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, কার্যকরি সদস্য এনায়েত মজুমদার, মেহেদী হাসান সর্দারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রাথমিক সদস্য সরূপ পর্যবেক্ষক সদস্যরা হলেন, এম.আলী মুজিব, হোসেন বেপারী, জাহিদ হাসান, জহির হোসেন, মাইনুদ্দিন মিয়াজী, রিয়াজ শাওন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, মোশারফ হোসেন, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান রিমেল ও নজরুল ইসলাম জসিম।
প্রসঙ্গত, ১৭ জন সংবাদকর্মীর আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই কমিটির সুপারিশক্রমে ১০ জন, পরবর্তীতে সভাপতির কাছে আপিলে রিয়াজ শাওন ও নজরুল ইসলাম জসিমসহ ১২ জনকে পর্যবেক্ষক সদস্য পদে অর্ন্তভুক্ত করা হয়। দুই বছর পর তারা সহযোগী সদস্য হবেন এবং এক বছর পর প্রেসক্লাবের সাধারণ সভায় এক তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে তারা পূর্ণাঙ্গ সদস্য (সম্মানিত সদস্য) হতে পারবেন।
প্রকাশ থাকে যে, পর্যবেক্ষক সদস্য পদে আবেদনকৃত শর্তাবলীর তথ্য গোপন, মিথ্যা বা অসত্য প্রমাণিত হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। এছাড়া কোন সহযোগী সদস্য প্রেসক্লাবের সাধারণ সভায় এক তৃতীয়াংশ সদস্যের সম্মতি না পেলে তিনি পূর্ণাঙ্গ সদস্য (সম্মানিত সদস্য) হতে পারবেন না।