গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর ও দলীয় নেতাকর্মীদের উপর হামলায় গুরুতর আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করেছে হাজীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (৩১ আগস্ট) সন্ধায় (বাদ মাগরিব) হাজীগঞ্জ মডেল মসজিদে দোয়া ও মিলাদ আয়োজন করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নূর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।