ঢাকা 11:51 pm, Thursday, 4 September 2025

ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ নয়

ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা বর্তমান ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ না বলে দাবি করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন উপজেলা বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগস্টের পর এদেশের মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলতে পারছে। সেই হিসেবে ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাতের হত্যাকা-ের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানার মোড় এলাকায় দন্ডপ্রাপ্তদের স্বজনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা দুঃখজনক ও অনভিপ্রেত। এই ধরনের হামলা ও হামলাকারীদের কোন ভাবেই ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নেতৃত্বাধীন কমিটির সকল নেতৃবৃন্দ ও সমর্থকরা সর্মথন করে না।

কিন্তু ওই ঘটনা ঘটার পর বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনায় হামলাকারীরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বলে প্রচার করা হয়। যা মোটেই সঠিক নয়। এই ঘটনার সাথে জড়িত চাঁদপুর জেলা যুবদলের সদস্যকে আ. মতিনকে ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদল দলের সকল পদ স্থগিত করেছে। আমরা এই ঘটনাকে সমর্থন দিয়ে বলতে চাই দ্রুতলয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হউক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব মো. ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফ পাটওয়ারী, সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর মৎসজীবি দলের সভাপতি ইউনুছ বেপারী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপির অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে-ইঞ্জি. মমিনুল হক

ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ নয়

Update Time : 10:40:05 pm, Thursday, 4 September 2025

ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা বর্তমান ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ না বলে দাবি করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন উপজেলা বিএনপির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগস্টের পর এদেশের মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলতে পারছে। সেই হিসেবে ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাতের হত্যাকা-ের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানার মোড় এলাকায় দন্ডপ্রাপ্তদের স্বজনের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওই মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা দুঃখজনক ও অনভিপ্রেত। এই ধরনের হামলা ও হামলাকারীদের কোন ভাবেই ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নেতৃত্বাধীন কমিটির সকল নেতৃবৃন্দ ও সমর্থকরা সর্মথন করে না।

কিন্তু ওই ঘটনা ঘটার পর বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনায় হামলাকারীরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বলে প্রচার করা হয়। যা মোটেই সঠিক নয়। এই ঘটনার সাথে জড়িত চাঁদপুর জেলা যুবদলের সদস্যকে আ. মতিনকে ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদল দলের সকল পদ স্থগিত করেছে। আমরা এই ঘটনাকে সমর্থন দিয়ে বলতে চাই দ্রুতলয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হউক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব মো. ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফ পাটওয়ারী, সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর মৎসজীবি দলের সভাপতি ইউনুছ বেপারী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপির অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।