হাজীগঞ্জ প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত কার্য-নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। প্রেসক্লাবের নবাগত সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ই-সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জে সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত। চাঁদপুরে মধ্যে হাজীগঞ্জ উপজেলা যেমন সমৃদ্ধ, তেমনি সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তারাও তাদের কর্মক্ষেত্রে সমৃদ্ধ। আশাকরি নতুন কার্যকরি কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনা করেন, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল ও কবির আহমেদ প্রমুখ।
এসময় সহ-সভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, কার্যকরি সদস্য কাউছার আহমেদ রিপন, শাখাওয়াত হোসেন শামীম, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম জয়, পর্যবেক্ষক সদস্য মোহাম্মদ উল্যাহ্ বুলবুলসহ অন্যান্য সদস্য, জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর, সোমবার হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের কার্যকরি কমিটি দায়িত্ব পালন শুরু করেন। ২০২৪ সালের ২৪ আগস্ট হাজীগঞ্জ প্রেসক্লাব এর গঠনতন্ত্রের আলোকে ৫ সদস্য বিশিষ্ট সমন্ময় কমিটি ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ এক বছর মেয়াদী ৩টি কমিটি অনুমোদন দেন।