চাঁদপুরের মতলব দক্ষিণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আশ্বিনপুর গ্রামের প্রধানীয়া বাড়ির সামনে (মতলব-গৌরিপুর) পেন্নাই সড়কে এ ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম আব্দুল্লাহ শাহরুক (১৭)। তিনি আশ্বিনপুর গ্রামের মোঃ হযরত আলী প্রধানের ছেলে। এ ঘটনায় বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার যুবক আব্দুল্লাহ শাহরুকের বাবা হযরত আলী প্রধান।
আহত আব্দুল্লাহ শাহরুকের বাবা ও মামলার বাদী হযরত আলী প্রধান জানান, ঘটনার দিন রাতে একই এলাকার লিটন প্রধানের ছেলে মোঃ মারুফ প্রধান (২০) আমার বাড়ির উপর দিয়ে পিক-আপ ভ্যান গাড়ি নিয়ে তার বাড়িতে মালামাল নেওয়ার সময় আমার বসতবাড়ির টিনের (বাউন্ডারি) বেড়া ও সিমেন্টের পালা ভেঙ্গে ফেলে। এসময় বিষয়টি আমার ছেলে মারফকে জিজ্ঞাসা করলে মারুফ আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে বাড়ি চলে যায়। পরবর্তীতে মারুফের নেতৃত্বে জয়নাল আবেদীনের ছেলে মো. রুহুল আমিন প্রধান, তার ছেলে জামাল প্রধানসহ ৮/১০ জন মিলে আমার বসতবাড়ির সামনে মতলব-গৌরিপুর সড়কের উপর আমার ছেলেকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আমার ছেলের মাথা, নাক ও মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় আমার ছেলের ডাক চিৎকারে আমি ও আমার স্ত্রী আমার ছেলেকে উদ্ধার করতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রীকে এলোপাথালি মারধর করে আমার স্ত্রীর শ্লীলতাহানি করে হামলাকারীরা। পরে আমাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমাদের হুমকি ধামকি দিয়ে চলে যায়। এসময় বাড়ির লোকজন আমার ছেলেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করায়। বর্তমানে আমার ছেলে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত মারুফ প্রধানের ব্যবহৃত (01607546748) মোবাইল ফোনে কল দিলে সাগর নামে এক ব্যক্তি মারুফের মামা পরিচয়ে কল রিসিভ করেন। তবে মারুফ কোথায় আছে এবিষয়ে তিনি কোন তথ্য দিতে পারেননি।
স্থানীয় এলাকাবাসী জানান, মারুফ এলাকার কিশোর গ্যাং সদস্যদের সাথে চলাচল করেন। সে মাদকের সাথেও সম্পৃক্ত। সে প্রায় সময় এ ধরনের দূর্ঘটনা ঘটিয়ে থাকেন।