ঢাকা 8:02 pm, Monday, 15 September 2025

ফরিদগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল আলম পাঠান।

এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের সচেতন জনগন মাদকসহ রাছেলকে প্রশাসনের হাতে সোপর্দ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে ১ মাসের কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা জরিমানা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। মাদকের সাথে সম্পৃক্ততার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে পিতা লাঞ্চিত॥এক অসহায় পিতার আর্তনাদ

ফরিদগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

Update Time : 07:55:01 pm, Monday, 15 September 2025

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল আলম পাঠান।

এর আগে, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের সচেতন জনগন মাদকসহ রাছেলকে প্রশাসনের হাতে সোপর্দ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে ১ মাসের কারাদণ্ড ও নগদ ৫ শত টাকা জরিমানা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। মাদকের সাথে সম্পৃক্ততার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।