ঢাকা 10:24 pm, Thursday, 18 September 2025

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ফরিদগঞ্জের বিখ্যাত আউয়ালের মিষ্টিকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবার মূল্য তালিকা না থাকায় বাহার ডেন্টাল মালিককে ৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় হাজী আউয়াল সুইটস মালিককে ৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে বনফুল অ্যান্ড কোম্পানি এ আর পরিবেশককে ১০ হাজার টাকা, একই অপরাধে ওয়ান স্টোর হোটেল মালিককে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সৌদিয়া ফার্মেসি মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ফরিদগঞ্জের বিখ্যাত আউয়ালের মিষ্টিকে জরিমানা

Update Time : 09:58:13 pm, Thursday, 18 September 2025

চাঁদপুরের ফরিদগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবার মূল্য তালিকা না থাকায় বাহার ডেন্টাল মালিককে ৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় হাজী আউয়াল সুইটস মালিককে ৫ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে বনফুল অ্যান্ড কোম্পানি এ আর পরিবেশককে ১০ হাজার টাকা, একই অপরাধে ওয়ান স্টোর হোটেল মালিককে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সৌদিয়া ফার্মেসি মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।