হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও রোগীদের খোঁজ-খবর নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক উপস্থিত ছিলেন।