ঢাকা 3:18 pm, Wednesday, 15 October 2025

মতলব দক্ষিণে ৩৪ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

Oplus_32

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার ৩৪ টি দূর্গামন্দিরে উৎসবে মাতবে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। ইতিমধ্যে প্রতিটি মন্দিরে শুরু প্রতিমার রং আঁচড়ের কাজ। তারপর দেবি দূর্গার আগমন ঘটবে।

সূত্রে জানা যায়, এবার আসন্ন শারদীয় দূর্গাৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর তৎপর। কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে মন্দিরে মন্দিরে স্থাপন করা চলছে সিসি ক্যামেরা। সারাদেশে এবার বিশ্বব্যাপী দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) মহাষষ্ঠী দিয়ে এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন এর মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু-ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা। এর আগে ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়েছে। মতলব দক্ষিণ উপজেলায় ৩৪টি মন্ডবের মধ্যে মতলব পৌরসভায় রয়েছ ১৫টি পূজামন্ডব। বাকী ১৯ টি পূজামন্ডব রয়েছে বিভিন্ন ইউনিয়নে। এরই মাঝে প্রতিটি পূজামন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষে এখন চলছে মন্ডবের সাজসজ্জার কাজ ।

মতলব দক্ষিণ উপজেলার দুর্গাপূজা মন্ডব গুলো হলো মতলব শ্রীশ্রী জগন্নাথ দেব সার্বজনীন পূজা মন্ডব, কলাদী হরিসভা পূজা মন্ডব, কলাদী স্বর্গীয় হারাধন চক্রবর্তী (দুর্গা বাড়ী) পূজা মন্ডব, স্বর্গীয় নগেন্দ্র সাহার বাড়ী পূজা মন্ডব, ঘোষপাড়া গোপাল মন্দির পূজা মন্ডব, পশ্চিম বাইশপুর সার্বজনীন দুর্গা মন্দির, ধনারপাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ী পুজা মন্ডব, ধনারপাড় গোলদার বাড়ী পূজা মন্ডব, বোয়ালীয়া নগেন সাহার বাড়ী পূজামন্ডব, বোয়ালীয়া শ্রীশ্রী হরিসভা পূজা মন্ডব,বোয়ালীয়া স্বর্গীয় হিমাংশু চক্রবর্তীর বাড়ী পূজামন্ডব, বোয়ালীয়া বাজার পূজা মন্ডব, বোয়ালীয়া স্বর্গীয় বলাই দাসের বাড়ী পূজামন্ডব, দিঘলদী মাধব ঠাকুর বাড়ী পূজামন্ডব, দিঘলদী স্বর্গীয় হরিদাসের বাড়ী পূজা মন্ডব, উপাদী দক্ষিণ ইউনিয়নের দশরথ সেনের বাড়ী পূজা মন্ডব, খাদেরগাঁও ইউনিয়নের লামচরি অমুল্য মাষ্টারের বাড়ী পূজা মন্ডব, লামচরী সুখেন সুত্রধর বাড়ী পূজা মন্ডব, লামচরী সুখেন মাষ্টারের বাড়ী পূজা মন্ডব, লামচরী সরকার বাড়ী পূজা মন্ডব, কাশী কির্ত্তনীয়া বাড়ী পূজা মন্ডব, মাছুয়াখাল কুঞ্জ সাহার বাড়ী পূজা মন্ডব, সাতানী বেপারী বাড়ী পূজা মন্ডব, নারায়নপুর শ্রীশ্রী জয়কালী মন্দির পূজা মন্ডব, নারায়নপুর স্বর্গীয় সুধাংশু ঠাকুর বাড়ী পূজা মন্ডব, নারায়নপুর চৌধুরী বাড়ী পূজা মন্ডব, নারায়নপুর ইউনিয়নের চারটভাংঙ্গা নিখিল দাসের বাড়ী পূজা মন্ডব, চারটভাংঙ্গা স্বর্গীয় শচীন দাসের বাড়ী পূজা মন্ডব, সারপাড় হরিপদ সাহার বাড়ী পূজা মন্ডব, কাশিমপুর বাজার পূজা মন্ডব,কাশিমপুর প্রধানীয়া বাড়ী পূজা মন্ডব, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের মেহরন শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির পূজা মন্ডব, নায়েরগাঁও সুনিল দাসের বাড়ী পূজা মন্ডব এবং পরিতোষ পালের বাড়ী পূজা মন্ডব ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, প্রতিটি পূজা মন্ডবের প্রতিমা ও সাজসজ্জার কাজ চলছে। সেই সাথে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

মতলব দক্ষিণে ৩৪ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

Update Time : 04:52:48 pm, Monday, 22 September 2025

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। এবার ৩৪ টি দূর্গামন্দিরে উৎসবে মাতবে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। ইতিমধ্যে প্রতিটি মন্দিরে শুরু প্রতিমার রং আঁচড়ের কাজ। তারপর দেবি দূর্গার আগমন ঘটবে।

সূত্রে জানা যায়, এবার আসন্ন শারদীয় দূর্গাৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর তৎপর। কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে মন্দিরে মন্দিরে স্থাপন করা চলছে সিসি ক্যামেরা। সারাদেশে এবার বিশ্বব্যাপী দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) মহাষষ্ঠী দিয়ে এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন এর মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু-ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা। এর আগে ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়েছে। মতলব দক্ষিণ উপজেলায় ৩৪টি মন্ডবের মধ্যে মতলব পৌরসভায় রয়েছ ১৫টি পূজামন্ডব। বাকী ১৯ টি পূজামন্ডব রয়েছে বিভিন্ন ইউনিয়নে। এরই মাঝে প্রতিটি পূজামন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষে এখন চলছে মন্ডবের সাজসজ্জার কাজ ।

মতলব দক্ষিণ উপজেলার দুর্গাপূজা মন্ডব গুলো হলো মতলব শ্রীশ্রী জগন্নাথ দেব সার্বজনীন পূজা মন্ডব, কলাদী হরিসভা পূজা মন্ডব, কলাদী স্বর্গীয় হারাধন চক্রবর্তী (দুর্গা বাড়ী) পূজা মন্ডব, স্বর্গীয় নগেন্দ্র সাহার বাড়ী পূজা মন্ডব, ঘোষপাড়া গোপাল মন্দির পূজা মন্ডব, পশ্চিম বাইশপুর সার্বজনীন দুর্গা মন্দির, ধনারপাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ী পুজা মন্ডব, ধনারপাড় গোলদার বাড়ী পূজা মন্ডব, বোয়ালীয়া নগেন সাহার বাড়ী পূজামন্ডব, বোয়ালীয়া শ্রীশ্রী হরিসভা পূজা মন্ডব,বোয়ালীয়া স্বর্গীয় হিমাংশু চক্রবর্তীর বাড়ী পূজামন্ডব, বোয়ালীয়া বাজার পূজা মন্ডব, বোয়ালীয়া স্বর্গীয় বলাই দাসের বাড়ী পূজামন্ডব, দিঘলদী মাধব ঠাকুর বাড়ী পূজামন্ডব, দিঘলদী স্বর্গীয় হরিদাসের বাড়ী পূজা মন্ডব, উপাদী দক্ষিণ ইউনিয়নের দশরথ সেনের বাড়ী পূজা মন্ডব, খাদেরগাঁও ইউনিয়নের লামচরি অমুল্য মাষ্টারের বাড়ী পূজা মন্ডব, লামচরী সুখেন সুত্রধর বাড়ী পূজা মন্ডব, লামচরী সুখেন মাষ্টারের বাড়ী পূজা মন্ডব, লামচরী সরকার বাড়ী পূজা মন্ডব, কাশী কির্ত্তনীয়া বাড়ী পূজা মন্ডব, মাছুয়াখাল কুঞ্জ সাহার বাড়ী পূজা মন্ডব, সাতানী বেপারী বাড়ী পূজা মন্ডব, নারায়নপুর শ্রীশ্রী জয়কালী মন্দির পূজা মন্ডব, নারায়নপুর স্বর্গীয় সুধাংশু ঠাকুর বাড়ী পূজা মন্ডব, নারায়নপুর চৌধুরী বাড়ী পূজা মন্ডব, নারায়নপুর ইউনিয়নের চারটভাংঙ্গা নিখিল দাসের বাড়ী পূজা মন্ডব, চারটভাংঙ্গা স্বর্গীয় শচীন দাসের বাড়ী পূজা মন্ডব, সারপাড় হরিপদ সাহার বাড়ী পূজা মন্ডব, কাশিমপুর বাজার পূজা মন্ডব,কাশিমপুর প্রধানীয়া বাড়ী পূজা মন্ডব, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের মেহরন শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির পূজা মন্ডব, নায়েরগাঁও সুনিল দাসের বাড়ী পূজা মন্ডব এবং পরিতোষ পালের বাড়ী পূজা মন্ডব ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, প্রতিটি পূজা মন্ডবের প্রতিমা ও সাজসজ্জার কাজ চলছে। সেই সাথে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।