ঢাকা 12:24 pm, Monday, 13 October 2025

হাজীগঞ্জের সকল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইঞ্জি. মমিনুল হক

  • Reporter Name
  • Update Time : 06:55:35 pm, Thursday, 2 October 2025
  • 30 Time View

হাজীগঞ্জের সকল পূজামণ্ডপ পদিরর্শন করেছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

তিনি গত তিন দিনে (ষষ্ঠী, সপ্তমি ও অষ্টমী) উপজেলার ২৯টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে পূজার শুভেচ্ছা জানান।

বুধবার (১ অক্টোবার) থেকে তিনি শাহরাস্তি উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। সবশেষে গত মঙ্গলবার (৩০ অক্টোবর) হাজীগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন ইঞ্জি. মমিনুল হক।
এসময় তিনি দলীয় স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যাতে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো শান্তি বিনষ্ট হয়, এমন কাজ করা যাবে না। শতবছরের যে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশে বিদ্যমান, সেটি ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এ বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।

ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। উদাহরণ সরূপ তিনি বলেন, পাসপোর্টে আমরা কেউ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান কিংবা জাতী-উপজাতি উল্লেখ করিনা। সেখানে উল্লেখ থাকে, আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশী। কেউ সংখ্যালঘু ও সংখ্যাগুরু না।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে পৌর তিনটি ওয়ার্ডে তরুণ ভোটারদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

হাজীগঞ্জের সকল পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইঞ্জি. মমিনুল হক

Update Time : 06:55:35 pm, Thursday, 2 October 2025

হাজীগঞ্জের সকল পূজামণ্ডপ পদিরর্শন করেছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

তিনি গত তিন দিনে (ষষ্ঠী, সপ্তমি ও অষ্টমী) উপজেলার ২৯টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে পূজার শুভেচ্ছা জানান।

বুধবার (১ অক্টোবার) থেকে তিনি শাহরাস্তি উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। সবশেষে গত মঙ্গলবার (৩০ অক্টোবর) হাজীগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন ইঞ্জি. মমিনুল হক।
এসময় তিনি দলীয় স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যাতে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো শান্তি বিনষ্ট হয়, এমন কাজ করা যাবে না। শতবছরের যে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশে বিদ্যমান, সেটি ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এ বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।

ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। উদাহরণ সরূপ তিনি বলেন, পাসপোর্টে আমরা কেউ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান কিংবা জাতী-উপজাতি উল্লেখ করিনা। সেখানে উল্লেখ থাকে, আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশী। কেউ সংখ্যালঘু ও সংখ্যাগুরু না।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।