হাজীগঞ্জের সকল পূজামণ্ডপ পদিরর্শন করেছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো শান্তি বিনষ্ট হয়, এমন কাজ করা যাবে না। শতবছরের যে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশে বিদ্যমান, সেটি ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এ বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।
ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। উদাহরণ সরূপ তিনি বলেন, পাসপোর্টে আমরা কেউ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট্রান কিংবা জাতী-উপজাতি উল্লেখ করিনা। সেখানে উল্লেখ থাকে, আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশী। কেউ সংখ্যালঘু ও সংখ্যাগুরু না।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।