হাজীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ সভায় অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সংরক্ষণকালীন সময়ে মধ্যে ইলিশ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কমপক্ষে এক বছর সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজারস্থ নিউ মেসার্স রুহুল আমিন (মাইজ্জা মিয়া) মৎস্য আড়তের সত্ত্বাধিকারী ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, দেলোয়ার হোসেন মনজু, মৎস্য আড়ৎদার ও মাছ ব্যবসায়ী শাহআলম চৌধুরী, মৎসীজীবি মো. শহীদুল ইসলাম, উদ্যোক্তা মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।
মৎস্য কার্যলয়ের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারীনের উপস্থাপনায় এসময় হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ হাজীগঞ্জ বাজারের মৎস্য আড়ৎদার ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাছ ব্যবসায়ীসহ জনসাধারণেরের মাঝে সচেতনামূলক লিপলেট বিতরণ ও মাছ বাজারে ব্যানার টানিয়ে দেওয়া হয়।