• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক ২৮টি বিয়ে করেছেন অভিনেত্রী রোমানা আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর, আগুন ভারতের দুঃখ প্রকাশ হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হলেন হাজীগঞ্জের খোরশেদ আলম ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে বিয়ে করবেন মডেল প্রিয়াঙ্কা হাজীগঞ্জে নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব হাজীগঞ্জের মনিনাগে সম্পতিগত বিরোধের জেরধরে হামলা, ৮জন আহত ‘প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে’

বিশ্বকাপে ১৬ দলের সেরা তারকা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

৩২ দলের অংশগ্রহণে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। মোট ম্যাচ হবে ৬৪টি।  এসব ম্যাচে মাঠ মাতাতে প্রস্তুতি ৩২ দলের ৩২ তারকা।

প্রতিটি দলই তাদের সেরা তারকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে। হয়তো তার হাত ধরেই সাফল্য ধরা দেবে। যেমন শিরোপার খরা ঘুচাতে লিওনেল মেসির দিকে তাকিয়ে আর্জেন্টাইনরা, একইভাবে সেলেকাওদের চোখ ব্রাজিলের নেইমারের দিকে।

বুড়ো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোতেই ভরসা পর্তুগিজদের। ওদিকে হ্যারি কেনে বুঁদ ইংলিশরা। ফ্রান্সের এবারের দলটি বেশ শক্তিশালী। সুপারস্টারের ছড়াছড়ি। বিশেষকরে এবার ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা ও গত আসরের অন্যতম সেরা পারফরমার কিলিয়ান এমবাপ্পে বেশি আলোচনায়।

আগের মতো ধার না থাকলেও ক্রোয়েশিয়া দলের সেরা স্ট্রাইকার লুক মদরিচের পারফরম্যান্সে ভরসা রাখছে তার দেশ।

অন্যদিকে ব্রাজিলের প্রতিবেশী উরুগুয়ে এবারও লুইস সুয়ারেজের হাতেই রেখেছে তাদের বিশ্বকাপ ঝান্ডা।

জার্মানি দলটির ভরসা তাদের গোলপোস্টের রাখাল ম্যানুয়েল নুয়ারে। অভিজ্ঞ তারকাই জার্মানিকে টেনে নিয়ে যাবে বহুদূর।

ইনজুরি আক্রান্ত সাদিও মানেকে নিয়েই কাতারে এসেছে সেনেগাল। দলের সেরা তারকা যে তিনিই।

এদিকে বায়ার্নের গোলমেশিন রবের্ত লেওয়ানডস্কির বর্তমানে বার্সেলোনাতেও দুর্দান্ত খেলছেন।  তাকে ঘিরে পোল্যান্ড দলের যত আশা-ভরসা।

বিশ্বকাপে এশিয়ার অন্যতম প্রতিনিধি জাপানের সেরা তারকা কাওরু মিতোমা।  বড় মঞ্চে তিনি ভালো খেলতে বড় সাফল্য পেতে পারে জাপান।

এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিণ কোরিয়া দলের সেরা তারকা সোন হুং মিন কেমন খেলেন তার অপেক্ষায় অনেকে।

একনজরে জেনে আসি বিশ্বকাপে ১৬ দলের সেরা তারকারা –

১. লিওনেল মেসি
বয়স: ৩৫
দল: আর্জেন্টিনা
পজিশন: ফরোয়ার্ড
ম্যাচসংখ্যা: ১৬৪ (২০০৫ থেকে)
গোল: ৯০

২. নেইমার
বয়স: ৩০
ব্রাজিল
ফরোয়ার্ড
ম্যাচ ১২১ (২০১০ থেকে)
গোল ৭৫

৩. ক্রিশ্চিয়ানো রোনালদো
বয়স: ৩৭
পর্তুগাল
ফরোয়ার্ড
ম্যাচ ১৯১ (২০০৩ থেকে)
১১৭ গোল

৪. হ্যারি কেন
বয়স: ২৯
ইংল্যান্ড
স্ট্রাইকার
ম্যাচ ৭৫ (২০১৫ থেকে)
গোল ৫১

৫. করিম বেনজেমা
বয়স: ৩৪
ফ্রান্স
স্ট্রাইকার
ম্যাচ ৯৭ (২০০৭ থেকে)
৩৭ গোল

৬. লুকা মদরিচ
বয়স: ৩৭
ক্রোয়েশিয়া
মিডফিল্ডার
ম্যাচ ১৫৪ (২০০৬ থেকে)
২৩ গোল

৭. লুইস সুয়ারেজ
বয়স ৩৫
উরুগুয়ে
স্ট্রাইকার
ম্যাচ ১৩৪ (২০০৭ থেকে)
গোল ৬৮

৮. ইডেন হ্যাজার্ড
বয়স ৩১
বেলজিয়াম
উইঙ্গার
ম্যাচ ১২২ (২০০৮ থেকে)
গোল ৩৩

৯. ম্যানুয়েল নুয়ার
বয়স: ৩৬
জার্মানি
গোলকিপার
ম্যাচ ১১৩ (২০০৯ থেকে)

১০. সাদিও মানে
বয়স: ৩০
সেনেগাল
ফরোয়ার্ড
ম্যাচ ৯৩ (২০১২ থেকে)
গোল ৩৪

১১. রবার্ট লেওয়ানডস্কি
বয়স ৩৪
পোল্যান্ড
স্ট্রাইকার
ম্যাচ ১৩৪ (২০০৮ থেকে)
গোল ৭৬

১২. কাওরু মিতোমা
বয়স: ২৫
জাপান
উইঙ্গার
ম্যাচ ৯ (২০২১ থেকে)
গোল ৫

১৩. সোন হুং মিন
বয়স: ৩০
দক্ষিণ কোরিয়া
ফরোয়ার্ড
ম্যাচ ১০৪ (২০১০ থেকে)
গোল ৩৫

১৪. ইনার ভেলেন্সিয়া
বয়স ৩৩
ইকুয়েডর
ফরোয়ার্ড
ম্যাচ ৭১ (২০১২ থেকে)
গোল ৩৫
১৫. গিয়ের্মো ওচোয়ার
বয়ষ ৩৭
ম্যাক্সিকো
গোলকিপার
ম্যাচ ১৩০ (২০০৫ থেকে)

১৬. ডেমফিস ডেপাই
বয়স ২৮
নেদারল্যান্ডস
ফরোয়ার্ড
ম্যাচ ৮১ (২০১৩ থেকে)
গোল ৪২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১