ঢাকা 6:33 pm, Tuesday, 22 July 2025

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

  • Reporter Name
  • Update Time : 12:07:28 pm, Friday, 16 June 2023
  • 9 Time View

ছবি-সংগৃৃহিত।

রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। ঢাকা ছাড়াও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য বলছে, ভারতের শিলিংয়ের কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোথাও ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সিলেটের রেজা কিবরিয়া বলেন, আমাদের এলাকায়ও ভূমিকম্প হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠে। এ সময় সবার মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

প্রসঙ্গত গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় রাজধানীতে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও ছিল শুক্রবার।

সম্প্রতি সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

আজ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে। শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। খবর রয়টার্সের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত

Update Time : 12:07:28 pm, Friday, 16 June 2023

রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। ঢাকা ছাড়াও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য বলছে, ভারতের শিলিংয়ের কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোথাও ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সিলেটের রেজা কিবরিয়া বলেন, আমাদের এলাকায়ও ভূমিকম্প হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠে। এ সময় সবার মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

প্রসঙ্গত গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় রাজধানীতে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও ছিল শুক্রবার।

সম্প্রতি সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

আজ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে। শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। খবর রয়টার্সের।