ঢাকা 7:35 pm, Friday, 18 July 2025

পৌরসভার উদ্যোগে পলিথিনমুক্ত হবে চাঁদপুর শহর

  • Reporter Name
  • Update Time : 10:37:48 pm, Monday, 10 February 2025
  • 11 Time View

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আমরা সারা শহরের পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছি। এ পরিস্কার পরিচ্ছন্নতার উল্লেখযোগ্য দিক হচ্ছে আমরা এ শহরকে পলিথিনমুক্ত শহর গড়তে চাই। পৌরসভার উদ্যোগে এ অভিযান সারাবছর চলবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের ইলিশ চত্তর প্রাঙ্গণে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহরের আনাছে-কানাছে যেখানে পলিথিন পড়ে আছে, তা আমরা সংগ্রহ করবো। তাহলে পলিথিনের মাধ্যমে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবো। সামান্য বৃষ্টিতে আমাদের যে জলাবদ্ধতা তৈরি হয়, তার একটি অন্যতম কারণ হলো পলিথিন। আজকে আমরা তরুণদের মাধ্যমে একটি ম্যাসেজ দিতে চাই, যে ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধ, উৎপাদন এবং যত্রতত্র বিক্রি বা বিতরণ না করি।

অভিযানে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়াসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাঁদপুর পৌরসভা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেয়।

চাঁদপুর শহরের ২০ স্থান নির্ধারণ করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

পৌরসভার উদ্যোগে পলিথিনমুক্ত হবে চাঁদপুর শহর

Update Time : 10:37:48 pm, Monday, 10 February 2025

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আমরা সারা শহরের পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছি। এ পরিস্কার পরিচ্ছন্নতার উল্লেখযোগ্য দিক হচ্ছে আমরা এ শহরকে পলিথিনমুক্ত শহর গড়তে চাই। পৌরসভার উদ্যোগে এ অভিযান সারাবছর চলবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের ইলিশ চত্তর প্রাঙ্গণে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহরের আনাছে-কানাছে যেখানে পলিথিন পড়ে আছে, তা আমরা সংগ্রহ করবো। তাহলে পলিথিনের মাধ্যমে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবো। সামান্য বৃষ্টিতে আমাদের যে জলাবদ্ধতা তৈরি হয়, তার একটি অন্যতম কারণ হলো পলিথিন। আজকে আমরা তরুণদের মাধ্যমে একটি ম্যাসেজ দিতে চাই, যে ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধ, উৎপাদন এবং যত্রতত্র বিক্রি বা বিতরণ না করি।

অভিযানে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়াসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাঁদপুর পৌরসভা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেয়।

চাঁদপুর শহরের ২০ স্থান নির্ধারণ করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।