হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে বিপিএল সিজন-৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বৃহস্পতিবার বিকালে রায়চোঁ বাজারস্থ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন, রায়চোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম, সমাজসেবক দিদার হোসেন ভুঁইয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর শহিদুল্লাহ সায়েম।
সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মো. শাজজাহান ও মো. সেলিম হোসেন প্রমুখ।
সহ-সভাপতি সোহেল রানার উপস্থাপনায় বক্তব্য শেষে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, রানার আপ দল মিয়াজী একাদশ ও চ্যাম্পিয়ন দল বড়কুল অরিয়্স এর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগার একটি অরাজনৈতিক সংগঠন। ক্লাবটি সদস্যদের অনুদানে সমাজসেবা, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে।