• রবিবার, ১১ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ তারুণ্যের সমাবেশে যা বললেন তামিম আমি যদি কর্মসূচি ঘোষণা দিতে নাও পারি, আন্দোলন চালিয়ে যাবেন-হাসনাত হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি হাফেজ শাহাদাত ও সেক্রেটারী সুমন মোল্লা বিভাজন নয়, ঐক্য; প্রতিশোধ নয়, ভালোবাসা দেশটাকে গড়ি চীনের পিএল-১৫ ক্ষেপণাস্ত্র কতটা ভয়ানক? ভারতের ৩৬ স্থানে পাকিস্তানের ৪’শ হা’ম’লা আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’-নাহিদ চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার পরকীয়া প্রেম, স্বামীর অভিযোগের ভিত্তিতে পরকীয়া প্রেমিক আটক পাকিস্তানের পাল্টা হামলায় কেঁপে উঠলো ভারত

ভারতকে সেমিফাইনালে তুলতে মরিয়া আইসিসি

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ক্রীড়া ডেস্ক:

ভারতকে সেমিফাইনালে তুলতে মরিয়া আইসিসি। এজন্য নানান ফন্দি আঁটছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি সংবাদমাধ্যম সামা টিভিতে বিশেষ সাক্ষাতকারে এ কথা বলেন।

আফ্রিদি বলেছেন, টিভির পর্দাতেই দেখা গেছে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির পর ভেজা মাঠে আম্পায়াররা খেলা শুরু করতে চাইলে তাদের সঙ্গে কথা বলেন সাকিব।

তিনি আরও বলেন, আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।

বুধবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিশ্চিত জয়ের পথেই ছিল বাংলাদেশ। ১৮৫ রান তাড়ায় বৃষ্টির আগে ৭ ওভারে ৬৬ রান তুলেছিল টাইগাররা।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে সেই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। ১৭ রানে এগিয়ে ছিল সাকিবরা। বৃষ্টির কারণে মাঠ ছিল ভেজা। ভেজা মাঠে আর খেলা না হলে জিতত বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে হারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে যেত ভারতের। এ কারণেই বাংলাদেশ দলকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয়।

বৃষ্টি থামার পর খুব দ্রুতই ভেজা মাঠে খেলা শুরু হয়। এ ব্যাপারে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি বলেন, আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু হয়েছে। ভারত খেললে আইসিসি চাপে থাকে, অনেক কিছুই এর সঙ্গে জড়িয়ে আছে।

ভারতের বিপক্ষে ২১ বলে ফিফটি তুলে নিয়ে ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরা লিটন দাসের প্রশংসা করে আফ্রিদি বলেন, লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২–১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১