লোকনাথ সরকার, কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় গলায় ফাঁস দিয়ে মিন্টু দেবনাথ (২২) নামে এক কলেজ ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের পোদ্দার বাড়িতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত মিন্টু দেবনাথ তপন দেবনাথ এর ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে নিজ গৃহে ঘুমিয়ে পড়ে।সকাল বেলা তার পরিবারের লোকজন ওই ঘরের পাশের জানালা খুলে মিন্টু দেনাথের লাশ মাটিতে গামছা পেছানো অবস্থা দেখতে পায়। তবে কি কারনে সে আত্মহত্যার এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
খবর কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করি। তবে আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। বুধবার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 






















