ঢাকা 12:44 am, Tuesday, 22 July 2025

স্পিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতিতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অবরোধ প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : 09:57:05 pm, Monday, 13 January 2025
  • 27 Time View

নিরাপদ সড়ক, দুর্ঘটনারোধে দু’টি স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতলা বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

এসময় দু’পাশের শত শত যানবাহন প্রায় ৩ঘন্টা আটকা পড়ে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া সড়ক অবরোধ ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। নতুন করে সড়ক সংস্করের পর স্পিড ব্রেকার না থাকায় গেল ১ সপ্তাহে ৫ টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামসহ ২ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন।

স্থানীয় এলাকাবাসীর পক্ষে আন্দোলনরত নাঈম হোসাইন জানান, দু’টি স্প্রিড ব্রেকার স্থাপন ও গত (১২ জানুয়ারী) সড়ক দুর্ঘটনায় নিহত পশ্চিম চালিয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ শাহানুর ইসলামের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা নিশ্চিত করা। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার আমাদের দাবীগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন।

আন্দোলনকারী শাহাবুদ্দিন জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। মনতলা বাজারের পাশেই চালিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন। আমাদের এই আন্দোলনে দূর দূরান্তের যানবাহন সহ যে সকল যাত্রীরা দুর্ভোগে পড়েছেন তাদের নিকট দুঃখ প্রকাশ করছি।

মনতলা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন জানান, এখানে দুইটি স্পিড ব্রেকার ছিল কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের জন্য জেলা সড়ক বিভাগ, ইউএনও ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও সুরাহা পায়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।

খবর পেয়ে তিন ঘণ্টা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে আগামী দু’ একদিনের মধ্যে স্প্রিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক, এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থে দু’ একদিনের মধ্যে স্প্রিড ব্রেকার স্থাপনের কাজ শুরু করবো। সড়কের সাথেও আমাদের কথা হয়েছে, তারাও আমাকে আশ্বস্ত করেছেন।

এদিকে বাংলা সিনেমারমত অবরোধ প্রত্যাহারের প্রায় ১৫ মিনিট পর ফরিদগঞ্জ থানা পুলিশের উপস্থিতি দেখা মিলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

স্পিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতিতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অবরোধ প্রত্যাহার

Update Time : 09:57:05 pm, Monday, 13 January 2025

নিরাপদ সড়ক, দুর্ঘটনারোধে দু’টি স্পিড ব্রেকার স্থাপনের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতলা বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

এসময় দু’পাশের শত শত যানবাহন প্রায় ৩ঘন্টা আটকা পড়ে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া সড়ক অবরোধ ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। নতুন করে সড়ক সংস্করের পর স্পিড ব্রেকার না থাকায় গেল ১ সপ্তাহে ৫ টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামসহ ২ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন।

স্থানীয় এলাকাবাসীর পক্ষে আন্দোলনরত নাঈম হোসাইন জানান, দু’টি স্প্রিড ব্রেকার স্থাপন ও গত (১২ জানুয়ারী) সড়ক দুর্ঘটনায় নিহত পশ্চিম চালিয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মাদ শাহানুর ইসলামের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা নিশ্চিত করা। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার আমাদের দাবীগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন।

আন্দোলনকারী শাহাবুদ্দিন জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। মনতলা বাজারের পাশেই চালিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন। আমাদের এই আন্দোলনে দূর দূরান্তের যানবাহন সহ যে সকল যাত্রীরা দুর্ভোগে পড়েছেন তাদের নিকট দুঃখ প্রকাশ করছি।

মনতলা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন জানান, এখানে দুইটি স্পিড ব্রেকার ছিল কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকারের জন্য জেলা সড়ক বিভাগ, ইউএনও ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও সুরাহা পায়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।

খবর পেয়ে তিন ঘণ্টা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে আগামী দু’ একদিনের মধ্যে স্প্রিড ব্রেকার স্থাপনের প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক, এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থে দু’ একদিনের মধ্যে স্প্রিড ব্রেকার স্থাপনের কাজ শুরু করবো। সড়কের সাথেও আমাদের কথা হয়েছে, তারাও আমাকে আশ্বস্ত করেছেন।

এদিকে বাংলা সিনেমারমত অবরোধ প্রত্যাহারের প্রায় ১৫ মিনিট পর ফরিদগঞ্জ থানা পুলিশের উপস্থিতি দেখা মিলে।