ঢাকা 8:16 pm, Saturday, 25 October 2025

সাড়ে ৬ হাজার কোটি টাকা বেড়ে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ৯৪ হাজার ৭১১ কোটি টাক

  • Reporter Name
  • Update Time : 06:40:06 pm, Thursday, 6 June 2024
  • 35 Time View

২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা। গতবারের তুলনায় বাজেট বেড়েছে ৬ হাজার ৫৪৯ কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শিক্ষা ও প্রযুক্তি খাতসহ মোট বাজেট ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা খাতেও আমাদের সাফল্য ঈর্ষণীয়। ২০০৬ সালে সাক্ষরতার হার ছিল ৪৫ শতাংশ, যা ২০২৩ সালে ৭৬.৮ শতাংশে উন্নীত হয়েছে। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ছিল ৫৪ শতাংশ, যা বর্তমানে ৯৮.২৫ শতাংশ। কারিগরি শিক্ষায় ভর্তির হার ২০০৬ সালে ছিল ০.৮ শতাংশ, ২০২৩ সালে তা ২২ গুণ বেড়ে ১৭.৮৮ শতাংশ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যার ফলে মানব উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ ১৯২টি দেশের মধ্যে ১২৯তম স্থানে অধিষ্ঠিত হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার ৭১.৮২ শতাংশে উন্নীত হয়েছে। শিক্ষা সম্প্রসারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন, ছাত্র ও শিক্ষকদের বৃত্তি-উপবৃত্তিসহ আর্থিক সহায়তা, মেধার বিকাশে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তরপুরচন্ডী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে এডভোকেট শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ

সাড়ে ৬ হাজার কোটি টাকা বেড়ে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ৯৪ হাজার ৭১১ কোটি টাক

Update Time : 06:40:06 pm, Thursday, 6 June 2024

২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা। গতবারের তুলনায় বাজেট বেড়েছে ৬ হাজার ৫৪৯ কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শিক্ষা ও প্রযুক্তি খাতসহ মোট বাজেট ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা খাতেও আমাদের সাফল্য ঈর্ষণীয়। ২০০৬ সালে সাক্ষরতার হার ছিল ৪৫ শতাংশ, যা ২০২৩ সালে ৭৬.৮ শতাংশে উন্নীত হয়েছে। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ছিল ৫৪ শতাংশ, যা বর্তমানে ৯৮.২৫ শতাংশ। কারিগরি শিক্ষায় ভর্তির হার ২০০৬ সালে ছিল ০.৮ শতাংশ, ২০২৩ সালে তা ২২ গুণ বেড়ে ১৭.৮৮ শতাংশ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যার ফলে মানব উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ ১৯২টি দেশের মধ্যে ১২৯তম স্থানে অধিষ্ঠিত হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার ৭১.৮২ শতাংশে উন্নীত হয়েছে। শিক্ষা সম্প্রসারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন, ছাত্র ও শিক্ষকদের বৃত্তি-উপবৃত্তিসহ আর্থিক সহায়তা, মেধার বিকাশে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে।’