ঢাকা 9:15 pm, Friday, 18 July 2025

৪৩ লাখ পরিবারের টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল

  • Reporter Name
  • Update Time : 08:57:24 pm, Tuesday, 10 December 2024
  • 6 Time View

ছবি-ত্রিনদী

অনলাইন ডেস্ক:

সটিসিবির ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি যে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়, বছরে ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়। টিসিবির ১৬ অফিসে কর্মকর্তা-কর্মচারি অতি নগণ্য। ১ কোটি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। যাচাই বাছাই করে ৫৭ লাখে নামানো হয়েছে। বাকিগুলো বাদ, যাতে সরকারের ভর্তুকি ইনসাফের সাথে ব্যয় হয়।

কৃষি-শিল্প রাষ্ট্রের সম্পদ বিতরণে বড় ভূমিকা রাখে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রান্তিক মানুষের হাতে পৌঁছায় আর্থিক সুবিধা। ভূরাজনৈতিক সুবিধা সামনে মিলবে। কৃষিকে এগিয়ে নিতে হবে। আমাদের জমির স্বল্পতা আছে। তাই উৎপাদনশীলতা বাড়াতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাই আগামী প্রজন্মের জন্য এসব খাতে সংস্কার করতে হবে।

আমদানি উদারিকরণ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন আরও বলেন, সরবরাহ বাড়িয়েই দাম কমাতে চাই। তেল, চিনির বাজারে সরবরাহকারী খুব কম। একটা বড় প্রতিষ্ঠানের কর্ণধার দেশ থেকে পালিয়েছে। সে কয়েকটা ব্যাংকও শেষ করে দিয়েছে।

ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, বাস্তবতা মেনে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই তা করা হয়েছে। তবে আশা করি রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না। স্থিতিশীল থেকে কমবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

৪৩ লাখ পরিবারের টিসিবির ফ্যামিলি কার্ড বাতিল

Update Time : 08:57:24 pm, Tuesday, 10 December 2024

অনলাইন ডেস্ক:

সটিসিবির ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি যে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়, বছরে ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়। টিসিবির ১৬ অফিসে কর্মকর্তা-কর্মচারি অতি নগণ্য। ১ কোটি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। যাচাই বাছাই করে ৫৭ লাখে নামানো হয়েছে। বাকিগুলো বাদ, যাতে সরকারের ভর্তুকি ইনসাফের সাথে ব্যয় হয়।

কৃষি-শিল্প রাষ্ট্রের সম্পদ বিতরণে বড় ভূমিকা রাখে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রান্তিক মানুষের হাতে পৌঁছায় আর্থিক সুবিধা। ভূরাজনৈতিক সুবিধা সামনে মিলবে। কৃষিকে এগিয়ে নিতে হবে। আমাদের জমির স্বল্পতা আছে। তাই উৎপাদনশীলতা বাড়াতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তাই আগামী প্রজন্মের জন্য এসব খাতে সংস্কার করতে হবে।

আমদানি উদারিকরণ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন আরও বলেন, সরবরাহ বাড়িয়েই দাম কমাতে চাই। তেল, চিনির বাজারে সরবরাহকারী খুব কম। একটা বড় প্রতিষ্ঠানের কর্ণধার দেশ থেকে পালিয়েছে। সে কয়েকটা ব্যাংকও শেষ করে দিয়েছে।

ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, বাস্তবতা মেনে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতেই তা করা হয়েছে। তবে আশা করি রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না। স্থিতিশীল থেকে কমবে।