• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জে কলেজ ছাত্রী পায়েল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হাজীগঞ্জে প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের উদ্যোগে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত শাহরাস্তিতে পূবালী ব্যাংক পিএলসি ২২১তম উপ-শাখার শুভ উদ্বোধন বিজয় দিবসে শাহরাস্তি পৌর ছাত্রদলের বর্নাঢ্য র‍্যালি মাকে বেঁধে রেখে তরুণীকে ধ-র্ষ-ণ যথাযথ সময়ে সেচ প্রকল্প চালু হলে উপকৃত হবে ৪ উপজেলার কৃষক-ফখরুল ইসলাম বিলাস শহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হাজীগঞ্জে বিএনপির একাংশের সাথে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধ-শতাধিক হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কচুয়ায় পাশাপাশি একই সময়ে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক:

বাগেরহাটের কচুয়ায় পাশাপাশি দুটি স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুটি পক্ষের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। গত কয়েকদিন ধরে দুটি পক্ষ তাদের পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে মিছিল, গণসংযোগ ও মাইকিং করে আসছিল।

এই আদেশ জারির পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১৪৪ ধারা জারির বিষয়ে দুটি পক্ষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার দুপুরে একই সময়ে বাগেরহাটের কচুয়া উপজেলার রশিক লাল বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি জনসভা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিমের শিক্ষাপ্রতিষ্ঠান মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনার ঘোষণা দেয়। দুটি পক্ষের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং চারপাশের ১ কিলোমিটারের মধ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল ধরনের জনসমাগম, সভা সমাবেশ করা, আগ্নেয়ান্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ জরুরি পরিষেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে লিখিত আদেশে জানানো হয়। (ইন্ডিপেন্ডেন্ট টিভি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১