• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হলেন হাজীগঞ্জের খোরশেদ আলম ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে বিয়ে করবেন মডেল প্রিয়াঙ্কা হাজীগঞ্জে নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব হাজীগঞ্জের মনিনাগে সম্পতিগত বিরোধের জেরধরে হামলা, ৮জন আহত ‘প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে’ মতলব উত্তরে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও মিলাদ শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত ফরিদগঞ্জ ॥ বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তরা

ফাঁকা পড়ে আছে আশ্রয়ন প্রকল্পের ঘর, দখলে দালাল চক্র

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ৮ মে, ২০২৩

মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকায় জেগে উঠা চরে সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরে ‘বাখরপুর গুচ্ছ গ্রাম’ নামে প্রকল্প বাস্তবায়ন হয়। এতে নির্মিত হয় ৫০টি ঘর। ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০টি পরিবার ঘরে বসবাস করলেও ফাঁকা পড়ে আছে ৪০টি। এসব ঘরগুলোতে লোকজন না থাকলেও স্থানীয় সংঘবদ্ধ দালাল চক্র তাদের নামে ঘর আছে বলে অসহায় লোকদের কাছ থেকে নগদ অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন বলছে, স্থানীয়ভাবে প্রথম যে তালিকা দিয়েছে সেসব তালিকার ৯জনকে ঘর দেয়া হলেও তারা ওইসব ঘরে উঠেনি।

সম্প্রতি সরেজমিন ওই গুচ্ছগ্রামে গিয়ে দেখাগেছে, ১ থেকে ৯নম্বর পর্যন্ত ঘরগুলো ফাঁকা পড়ে আছে। এছাড়া বাকী ঘরগুলোর মধ্যে ১০ পরিবার বিচ্ছিন্নভাবে বসবাস করছে এবং কিছু ঘরে তালা। আবার কয়েকটি ঘরে বহিরাগত লোকজনকেও থাকতে দেখাগেছে।

চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম জানান, এই প্রকল্পের মাটি কাটার কাজ আমরা করেছি। প্রথম মাটি কাটার পর বর্ষায় চলে যায়। পরবর্তীতে থাকার উপযোগী করার জন্য দ্বিতীয়বার মাটি কাটা হয়। আর ৫০টি ঘর নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে ৭৫ লাখ টাকা।

গুচ্ছগ্রামের বাসিন্দা তাজুল ইসলাম জানান, এখানে স্বচ্ছল ব্যাক্তির নামে ঘর বরাদ্দ হয়েছে। নির্মাণকৃত ঘরের মধ্যে অনেক ঘরই এখন পর্যন্ত ফাঁকা। স্থানীয় বাসিন্দা মনা শেখ, খলিল গাজী, সাদ্দাম, কালু মাষ্টার ও পগু গাজী বেশ কয়েকটি ঘর তাদের দখলে রেখেছে। এসব ঘর তাদের বলে দাবী করে এবং যারা টাকা দিবে তাদেরকে দিবে বলে আশ^াস দিচ্ছে। এছাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইমাম হোসেন ঘর বরাদ্দের পর বেশ কয়েকজনের কাছ থেকে ২ হাজার থেকে শুরু করে ৩ হাজার টাকা নিয়েছে।

ওই এলাকার গৃহহীন খুকি বেগম জানান, তাকে ঘর দেবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে মেহেদী তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঘর পাননি।

প্রতিবন্ধী সন্তান নিয়ে গুচ্ছ গ্রামের একটি ঘরে থাকেন আমেনা বেগম (৩৫)। তিনি জানান, তার নামে ঘর বরাদ্দ হয়নি। ঘর খালি পড়ে আছে, সে জন্য তিনি থাকেন। স্থানীয় লোকজন যাদের ঘর বাড়ি আছে, ছেলে সন্তান বিদেশে থাকে এমন লোকদের তালিকা করে ঘর বরাদ্দ দিয়েছে। তদন্ত করলে পাওয়া যাবে। ঘর দেয়ার কথা বললে দালালরা একটি ঘরের জন্য ১০-২০ হাজার টাকা দাবী করে আসছে বলে জানান খুকি।

গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নবু গাজী বলেন, মেঘনায় ভেঙে মাত্র দুই বছর পরেই জায়গাটি ভেসে উঠে। সেখানে সরকারিভাবে গুচ্ছগ্রাম তৈরী হয়। কিন্তু এসব জমির প্রকৃত মালিক কলিম গাজীর বংশধর কামরুল, নজরুল ও আমিনুল ইসলাম। তাদের পক্ষে আমি মামলা করলে আদালত আমাকে ১০টি ঘর দেয়ার জন্য নির্দেশ দেয়। এখনো সেসব ঘর উপজেলা থেকে বুঝিয়ে দেয়া হয়নি।

এই বিষয়ে কথা বলার জন্য চান্দ্রা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ইমাম হোসেনকে তার ব্যাক্তিগত মোবাইলে ফোন দেয়া হয়। তিনি ব্যাংকে আছেন পরে কথা বলবেন বলে জানান। কিন্তু ১ ঘন্টার অধিক সময় অপেক্ষা করে তার বক্তব্য পাওয়া যায়নি এবং তিনি মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ বলেন, তিনি এই উপজেলায় যোগদানের পূর্বে গুচ্ছগ্রামের ৭০% ভাগ কাজ হয়। পরবর্তীতে বাকী ৩০% কাজ সম্পন্ন হয়। স্থানীয়ভাবে যে তালিকা দেয়া হয়েছে ওই তালিকার মধ্যে প্রথমে ৯জনকে ৯টি ঘর বরাদ্দ দেয়া হয়। কিন্তু তারা ওই ঘরগুলোতে উঠেননি এবং উঠবেন না বলে জানিয়েছেন। এখন আমরা ওই ঘরগুলো নতুন করে বরাদ্দ দিব।

দালাল সম্পর্কে তিনি বলেন, এখানে এক ব্যাক্তির নামে একাধিক ঘর দেয়ার বিধান নেই। যাদের নাম বলা হয়েছে, তাদেরকে জনপ্রতিনিধিদের মাধ্যমে ডেকে আনা হবে। সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন খোঁজ খবর নিবে। আর যারা জমির মালিক তাদেরকে আদালত ১০টি ঘর দেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০