ঢাকা 11:10 pm, Wednesday, 23 July 2025

৫৬২ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন

  • Reporter Name
  • Update Time : 05:55:20 pm, Saturday, 9 December 2023
  • 6 Time View

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য চতুর্থ ও শেষদিন নির্বাচন কমিশনে (ইসি) ১৩১ জনের আপিল জমা পড়েছে।  এনিয়ে মোট আবেদন পড়েছে ৫৬২টি।
শনিবার (৯ ডিসেম্বর) শেষদিন সকাল থেকেই প্রার্থিতা বাতিল হওয়াদের ভিড় ছিল ইসির আপিল বুথগুলোতে। প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে জমা দেন তারা।

শেষদিন পরিচিত হেভিওয়েট কোনো প্রার্থী ছিলেন না। যারা ছিলেন তারা প্রায় সবাই স্বতন্ত্র। কেউ ঋণখেলাপি, কেউ ফৌজদারি মামলার আসামি, কারও বিদ্যুৎ বিল বকেয়া, কারও গ্যাস বিল বকেয়া- এসব কারণে বাতিল হয়েছে মনোয়নপত্র। তবে বেশির ভাগই ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকার তালিকায়।

শেষদিনও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে দেখা গেছে। বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে নথিপত্র জমা দিয়েছেন কেউ কেউ।
আপিল শুনানি শুরু হবে রোববার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। 

এবিএন/জেডি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদগঞ্জে পুলিশের সাঁটানো আদালতের রিসিভারকে অবমাননা!

৫৬২ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন

Update Time : 05:55:20 pm, Saturday, 9 December 2023

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য চতুর্থ ও শেষদিন নির্বাচন কমিশনে (ইসি) ১৩১ জনের আপিল জমা পড়েছে।  এনিয়ে মোট আবেদন পড়েছে ৫৬২টি।
শনিবার (৯ ডিসেম্বর) শেষদিন সকাল থেকেই প্রার্থিতা বাতিল হওয়াদের ভিড় ছিল ইসির আপিল বুথগুলোতে। প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে জমা দেন তারা।

শেষদিন পরিচিত হেভিওয়েট কোনো প্রার্থী ছিলেন না। যারা ছিলেন তারা প্রায় সবাই স্বতন্ত্র। কেউ ঋণখেলাপি, কেউ ফৌজদারি মামলার আসামি, কারও বিদ্যুৎ বিল বকেয়া, কারও গ্যাস বিল বকেয়া- এসব কারণে বাতিল হয়েছে মনোয়নপত্র। তবে বেশির ভাগই ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকার তালিকায়।

শেষদিনও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে দেখা গেছে। বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে নথিপত্র জমা দিয়েছেন কেউ কেউ।
আপিল শুনানি শুরু হবে রোববার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। 

এবিএন/জেডি